ইতালির রোমে ফিদিন জেলার একটি অ্যাপার্টমেন্ট ব্লকে বাসিন্দাদের মধ্যে বৈঠক চলাকালে এ ব্যক্তি বন্দুক বের করে এলোপাতাড়ি গুলি করলে তিন নারী নিহত এবং চারজন গুলিবিদ্ধ হয়েছেন।
রোববার ফিদিন জেলার ওই অ্যাপার্টমেন্ট ব্লকের বাসিন্দারা কাছের একটি বারে বসে বৈঠক করছিলেন। গুলির ঘটনার পর পুলিশ ৫৭ বছর বয়সী বন্দুকধারীকে গ্রেপ্তার করেছে।
এক প্রত্যক্ষদর্শী স্থানীয় একটি সংবাদ সংস্থাকে ঘটনার বর্ণনায় বলেন, ‘‘আমরা বৈঠক করছিলাম। হঠাৎ সে কক্ষে প্রবেশ করে দরজা বন্ধ করে দেয় এবং আমি তোমাদের সবাইকে হত্যা করবো বলে চিৎকার করে উঠে গুলি চালানো শুরু করে।”
সেখানে আরো চারজন গুলিবিদ্ধ হয়েছেন। তাদের মধ্যে একজনের অবস্থা গুরুতর।
রাই নিউজকে আরেক প্রত্যক্ষদর্শী জানান, বন্দুকধারী ব্যক্তি ওই এলাকাতেই বসবাস করেন। সেখানকার বাসিন্দাদের সমিতির সঙ্গে এর আগে তার বেশ কয়েকবার ঝগড়া হয়েছে।