কক্সবাজার জেলার উখিয়া ও টেকনাফ এলাকায় অনুপ্রবেশকারী মায়ানমার নাগরিক শরনার্থীদের সার্বিক ব্যবস্থাপনার সাথে সম্পৃক্ত ব্যক্তি বা ব্যক্তিবর্গ বা সংস্থার সাথে সমন্বয়, শরনার্থীদের নিরাপত্তা, ত্রাণ বিতরণ ইত্যাদি বিষয়ে সম্পৃক্ত এবং সমন্বয় করার জন্য পুলিশের ‘ফোকাল পয়েন্ট’ নিয়োগ করা হয়েছে।
২০ সেপ্টেম্বর, ২০১৭ পুলিশ হেডকোয়ার্টার্সের পার্সোনাল ম্যানেজমেন্ট-১ অতিরিক্ত ডিআইজি হাবিবুর রহমান বিপিএম(বার), পিপিএম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ তালেবুর রহমান কে পুলিশের এ ফোকাল পয়েন্ট হিসেবে নিয়োগ করা হয়।
প্রজ্ঞাপনে আরো বলা হয়, তিনি জেলা প্রশাসন, স্থানীয় সরকার, সরকারি অফিস, জাতিসংঘ ও এর অঙ্গ সংস্থা এবং জাতীয়-আন্তর্জাতিক উন্নয়ণ অংশীদারদের সাথে প্রয়োজনীয় সমন্বয় করবেন।
তিনি প্রবেশ নিয়ন্ত্রণ, তালিকাভুক্তকরণ ও চলাচল নিয়ন্ত্রণ বিষয়ে সময়ে সময়ে কর্তৃপক্ষ কর্তৃক জারিকৃত নির্দেশনা বাস্তবায়ন করবেন।
তিনি দৃশ্যমান পুলিশি ব্যবস্থাসমূহের (চেকপোস্ট, ক্যাম্প, টহল, তল্লাশী ইত্যাদি) কার্যকরী প্রয়োগ নিশ্চিত করবেন।
এছাড়া জঙ্গিবাদ, মানবপাচার, শিশুশ্রমসহ সকল বেআইনী কার্যক্রম নিবারন, উদঘাটন ও প্রতিরোধে জেলা পুলিশকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করবেন।
তিনি কক্সবাজার জেলা বিশেষ শাখা পুলিশ সুপারের নির্দেশনামতে নজরদারী ও গোয়েন্দা কার্যক্রম পরিচালনা বা তত্ত্বাধান করবেন।
এছাড়াও তিনি কক্সবাজার জেলার পুলিশ সুপারের অধীনে দায়িত্ব পালন করবেন এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অন্যান্য নির্দেশ প্রতিপালন করবেন।