সিপিএ চেয়ারপারসন ও জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী বলেছেন, রোহিঙ্গা সমস্যা সমাধানে সার্ক স্পিকারস এবং পার্লামেন্টারিয়ান্স এশোসিয়েশন গুরুত্বপূর্ণ ভুমিকা রাখতে পারে।
বুধবার শ্রীলংকার রাজধানী কলম্বোতে সার্ক স্পিকারস এন্ড পার্লামেন্টারিয়ান্স এশোসিয়েশনের ৮ম সম্মেলনের সাধারণ অধিবেশনে বক্তব্যে তিনি এসব কথা বলেন। তিনি এই অধিবেশনে সভাপতিত্ব করেন। এরআগে তিনি স্পিকারস কাউন্সিলের সভায় যোগদান করেন। শ্রীলংকার রাষ্ট্রপতি মাইথ্রিপালা সিরিসেনা ৮ম স্পিকারস সম্মেলনের শুভ উদ্বোধন করেন। স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী ৮ম সার্ক স্পিকারস সম্মেলন স্মারক ডাক টিকেটের উম্মোচন শেষে স্মারক বইতে স্বাক্ষর করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শ্রীলংকার প্রধানমন্ত্রী রানিল বিক্রমাসিংহে ও সার্ক ভুক্ত পার্লামেন্টের স্পীকারবৃন্দ। ৮ম সার্ক স্পিকারস কনফারেন্সের প্রেসিডেন্ট ও শ্রীলংকা পার্লমেন্টের স্পীকার কারু জয়সুরিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত জেনারেল এসেম্বলিতে উপস্থিত ছিলেন বিদায়ী প্রেসিডেন্ট ও মালদ্বীপের স্পিকার আব্দুল্লা মাসিহ মোহাম্মেদ। বক্তব্য রাখেন ভূটানের স্পিকার জিগমে জ্যাংপো, ভারতের লোকসভার স্পিকার সুমিত্রা মাহাজন ও নেপালের স্পিকার ঘারতি অনাসারি । বাংলাদেশ প্রতিনিধিদলের সদস্য হুইপ শহীদুজ্জামান সরকার, সংসদ সদস্য- সাগুফতা ইয়াসমিন এমিলি, তালুকদার মো. ইউনুস ও সৈয়দা সায়রা মহসীন এবং জাতীয় সংসদ সচিবালয়ের সিনিয়র সচিব ড. মো. আবদুর রব হাওলাদার-সহ সার্কভূক্ত পার্লামেন্টের প্রতিনিধিদলের সংসদ সদস্যরা উপস্থিত ছিলেন।
কমনওয়েলথ পার্লামেন্টারি এসোসিয়েশনের (সিপিএ) নির্বাহী কমিটির চেয়ারপারসন ড. শিরীন শারমিন চৌধুরী সাধারণ অধিবশেনে বক্তব্যে বলেন, শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠা ,জলবায়ু পরিবর্তন, দারিদ্র ও বৈষম্য নিরশন , মানব সম্পদ উন্নয়ন, নারী ক্ষমতায়ন, সামাজিক নিরাপত্তাবলয় তৈরীকরন সহ গুরত্বপূণ ইস্যুতে জনগণের স্বার্থে সংসদ কাজ করতে পারে। কেননা সংসদই সকল কর্মকান্ডের কেন্দ্রবিন্দু। আর সংসদকে ঘিরে সংসদ সদস্যগণ দায়িত্বপালন করে গেলে, কমিটি পদ্ধতির মাধ্যমে সরকারের জবাবদিহিতা ও স্বচ্ছতা নিশ্চিত করতে পারলে এবং বাজেট প্রণয়নে জনগণের আশা আখাংকার পতিফলন ঘটাতে পারলে শান্তি ও সমৃদ্ধি অর্জন সম্ভব যার মাধ্যমে টেকশই উন্নয়ন লক্ষ্যমাত্রা ২০৩০ সহজে অর্জিত হতে পারে।