রেকর্ডের ছড়াছড়ি রোহিতের ব্যাটে। লিডসে শ্রীলঙ্কার বিরুদ্ধে দুরন্ত শতরান করা মাত্রই বিশ্বরেকর্ড গড়েন হিটম্যান রোহিত শর্মা। শতরানে পৌঁছনোর আগেও তিনি অনবদ্য একটি নজির গড়েন। এই বিশ্বকাপে এখন পর্যন্ত সবচেয়ে বেশি রানের মালিক বনে যান। শতরানের পর ছুঁয়েও ফেলেন কিংবদন্তি শচিন টেন্ডুলকারের একটি সর্বকালীন রেকর্ড।
শ্রীলঙ্কার বিরুদ্ধে ১৪টি চার ও ২টি ছক্কার সাহায্যে ৯২ বলে ১০২ রানে পৌঁছানো মাত্রই ইতিহাসে স্থায়ী জায়গা করে নেন রোহিত। একটি বিশ্বকাপে সব থেকে বেশি সেঞ্চুরি করার কৃতিত্ব অর্জন করেন। চলতি বিশ্বকাপে এটি রোহিতের পঞ্চম শতরান৷ এর আগে এই রেকর্ড ছিল প্রাক্তন শ্রীলঙ্কা অধিনায়ক কুমার সাঙ্গাকারার। ২০১৫ বিশ্বকাপে চারটি সেঞ্চুরি করেছিলেন সাঙ্গা। লিডসে শ্রীলঙ্কান তারকাকে টপকে যান হিটম্যান।