করোনাভাইরাসের প্রভাব থেকে বাঁচার জন্য বিশ্বের বিভিন্ন দেশে চলছে লকডাউন। বিশ্বের অন্যান্য দেশের মতো অস্ট্রিয়াতেও চলছিল লকডাউন। তবে আজ থেকে অস্ট্রিয়াতে জনসাধারণের বাইরে যাওয়ার উপর নিষেধাজ্ঞা তুলে নিয়েছে সরকার। সেইসাথে সকলকে কমপক্ষে এক মিটার দূরত্ব বজায় রেখে চলাফেরা করতে বলা হয়েছে।
এছাড়া গণপরিবহন এবং ব্যবসায় প্রতিষ্ঠানে মাস্ক পরা বাধ্যতামূলক করা হয়েছে। যেকোন অনুষ্ঠানে একসাথে ১০ জনের অধিক মানুষ থাকতে পারবে না। তবে শেষকৃত্য অনুষ্ঠানে সর্বোচ্চ ৩০ জন উপস্থিত থাকতে পারবেন। শনিবার থেকে সেলুন এবং বিউটি পার্লার যথারীতি তাদের ব্যবসায়িক কার্যক্রম শুরু করতে পারবেন। মে মাসের ৪ তারিখ থেকে উচ্চমাধ্যমিক স্কুলগুলো খুলে দেওয়া হবে। এছাড়া বেশ কয়েকটি শপিংমল আগামী শনিবার থেকে খুলে দেওয়া হবে।
মে মাসের ১৫ তারিখ থেকে সকল রেস্টুরেন্ট তাদের স্বাভাবিক ব্যবসায় পুনরায় শুরু করতে পারবেন তবে রেস্টুরেন্টে কর্মরত সবাইকে মাস্ক পরিধান বাধ্যতামূলক। এছাড়া চিড়িয়াখানা, ধর্মীয় প্রতিষ্ঠান এবং কিন্ডারগার্টেন মে মাসের ১৫ তারিখ থেকে খুলে দেওয়া হবে। মে মাসের ২৯ তারিখ থেকে সকল হোটেলগুলো তাদের স্বাভাবিক পর্যটনসেবা দিতে পারবেন।
উল্লেখ্য, ইউরোপের অন্যান্য দেশের তুলনায় অস্ট্রিয়ার করোনাভাইরাস পরিস্থিতি অনেকটাই উন্নতির দিকে। নতুন আক্রান্ত থেকে সুস্থতার সংখ্যা অনেক বেশি। এর ফলে অস্ট্রিয়ার সরকার আজ থেকে শর্ত সাপেক্ষে জনসাধারণের উপর থেকে বাহিরে যাওয়ার নিষেধাজ্ঞা তুলে নিয়েছে। তবে পরিস্থিতি পুরোপুরি স্বাভাবিক হতে আরো কিছুদিন সময় লাগবে।