করোনাভাইরাসের তাণ্ডবে নাকাল সারা বিশ্ববাসী। করোনায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ দেশ যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্রের মধ্যে সবচেয়ে বেশি আক্রান্ত হয়েছে নিউইয়র্ক সিটি। করোনা নিয়ন্ত্রণে যুক্তরাষ্ট্রে চলছে লকডাউন। এবার লকডাউন থেকে বের হতে যাচ্ছে নিউইয়র্ক সিটি এবং লং আইল্যান্ড। সেখানে লকডাউন শিথিলের প্রথম ধাপ ২৯ মে থেকে শুরু হতে পারে। কারণ, ইতিমধ্যেই হাসপাতালে নতুন রোগী ভর্তি এবং আইসিইউতে রোগীর সংখ্যা কমেছে। টানা ১৪ দিন যাবত সিটিতে করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা ক্রমাগত হারে কমছে।
স্টেট গভর্নর এ্যান্ড্রু কুমো মঙ্গলবার নিয়মিত ব্রিফিংকালে আরও জানান, স্বাস্থ্যনীতি মেনে চলার অঙ্গীকারে ইতিমধ্যেই এই স্টেটের ৫টি অঞ্চলে লকডাউন শিথিল করা হয়েছে। এই উইকেন্ড থেকে আরও দুটি অঞ্চল তথা ক্যাপিটল রিজিয়ন এবং ওয়েস্টার্ন নিউইয়র্কে শিথিল হচ্ছে।
২৮ মে পর্যন্ত বিদ্যমান লকডাউনের মধ্যে নিউইয়র্ক সিটি এবং লং আইল্যান্ডে নতুন রোগী ভর্তি এবং মৃত্যুর হার কমার চলমান ধারা অব্যাহত থাকলে ২৯ মে থেকেই এই দুটি এলাকায়ও লকডাউন শিথিলের প্রক্রিয়া শুরু হবে। সবটাই নির্ভর করছে সামনের সাতদিনের গতি-প্রকৃতির উপর।