ডিএমপি নিউজ : গুলশান-২ এর প্রিমিয়াম সুইটস্সহ ধানসিঁড়ি রেঁস্তোরা, GPR (নিউ গুলশান প্লাজা রেঁস্তোরা), ভাটারার প্রগতি ফুড ও ক্রিস্টাল ড্রিংকিং ওয়াটার প্রতিষ্ঠানকে সাড়ে নয় লক্ষ টাকা জরিমানা করা হয়েছে। সিলগালা করা হয়েছে প্রগতি ফুড ও ক্রিস্টাল ড্রিংকিং ওয়াটার প্রতিষ্ঠানকে।
পবিত্র রমজান মাস জুড়ে চলমান ডিএমপি’র বিশেষ অভিযানের অংশ হিসেবে ২২ মে, ২০১৮ মঙ্গলবার দুপুরে ডিএমপি’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মশিউর রহমান এর নেতৃত্বে ডিবির একটি দল রাজধানীর গুলশান-২ ও ভাটারা এলাকায় খাদ্যদ্রব্যে ভেজাল বিরোধী ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
উক্ত ভ্রাম্যমান আদালত বাসি, পঁচা খাবার রাখা ও অস্বাস্থ্যকর পরিবেশে খাবার প্রস্তুতের অভিযোগে গুলশান-২ এর ধানসিঁড়ি রেঁস্তোরাকে দুই লক্ষ টাকা, একই অপরাধে GPR (নিউ গুলশান প্লাজা রেঁস্তোরা) ও প্রিমিয়াম সুইটকে এক লক্ষ টাকা করে জরিমানা প্রদান করে ।
ঢাকা মেট্রোপলিটন পুলিশ’র এই ভ্রাম্যমান আদালতটি ভাটারা এলাকার প্রগতি ফুডকে পঁচা চাল দিয়ে মুড়ি তৈরি ও নিষিদ্ধ সোডিয়াম মনো সালফেট ব্যবহার করার দায়ে চার লক্ষ টাকা জরিমানা প্রদান করে। একই সাথে এই প্রতিষ্ঠানকে সিলগালা করে দেয় ভ্রাম্যমান আদালত।
এদিকে পানি বিশুদ্ধ না করে সরাসরি বোতলজাতকরণ ও BSTI এর লোগো ব্যবহার না করার অপরাধে ভাটারার ক্রিস্টাল ড্রিংকিং ওয়াটারকে দেড় লক্ষ টাকা জরিমানা প্রদান করে। এই প্রতিষ্ঠানকেও সিলগালা করে দেয় ডিএমপি’র এই ভ্রাম্যমান আদালত।
রমজান মাসজুড়ে চলমান ডিএমপি’র ভেজাল বিরোধী অভিযান ইতোমধ্যেই সাধারণ মানুষ ও বিভিন্ন মহলে প্রশংসিত হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশ’র এ ভেজাল বিরোধী অভিযান অব্যাহত থাকবে।