নিম্নচাপের কারণে ঝড়ো বাতাস ও খারাপ আবহাওয়ার কারণে অভ্যান্তরীণ নৌ চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ চলাচল কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।
বিআইডব্লিউটিএর যুগ্ম পরিচালক মো. জয়নাল আবেদীন বলেন, নিম্নচাপের কারণে অভ্যন্তরীণ দুই নম্বর নৌ হুশিয়ারি সংকেত রয়েছে।
এই সংকেতে ৬৫ ফুট দৈর্ঘের বেশি নৌযান চলাচল করতে পারে কিন্তু আবহাওয়া খারাপ থাকায় সব ধরণের নৌযান সোমবার রাত সাড়ে ৮টা থেকে চলাচল বন্ধ ঘোষণা করা হয়।
বিআইডব্লিউটিএর পরিবহন পরিদর্শক মো. হুমায়ূন কবির বলেন, রাত সাড়ে ৮টার পর ঢাকার সদরঘাট থেকে কোন লঞ্চ ছেড়ে যায়নি।
সোমবার সারাদিন সদরঘাট থেকে ২৩টি লঞ্চ বিভিন্ন রুটে ছেড়ে যায়। যা অন্যান্য দিনে তুলনায় অর্ধেকেরও কম বলে জানান হুমায়ূন।