লন্ডনের পাতাল রেলে হামলায় সংশ্লিষ্টতার সন্দেহে আরেকজনকে গ্রেফতার করা হয়েছে। শনিবার রাতে ২১ বছর বয়সী ওই ব্যক্তিকে পশ্চিম লন্ডনের হাউনস্লো থেকে গ্রেফতার করা হয়।
এর আগে পারসন গ্রিনে পাতাল রেলে বিস্ফোরণের সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে ১৮ বছর বয়সী এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়। ওই বিস্ফোরণে কমপক্ষে ৩০ জন আহত হয়, হামলার দায় স্বীকার করে বিবৃতি দেয় জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট (আইএস)। যুক্তরাজ্যের স্বরাষ্ট্র মন্ত্রী অ্যাম্বার রাড বলেছেন, দ্বিতীয় গ্রেফতার এটাই নির্দেশ করে হামলাকারী একা ছিল না।
বিবিসির অ্যান্ড্রু মার শো-তে তিনি বলেন, এই হামলায় আইএসের সংশ্লিষ্টতার কোনো প্রমাণ নেই। তবে আমরা তদন্ত করে দেখব কিভাবে হামলাকারীরা উগ্রবাদের দিকে ঝুঁকেছে। হামলার দুই দিন পরেও সন্ত্রাস হামলার সম্ভাবনায় সর্বোচ্চ সতর্কাবস্থায় আছে লন্ডন। বিবিসি।