নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে মসজিদে ভয়াবহ সন্ত্রাসী হামলার কয়েক ঘণ্টা যেতে না যেতেই লন্ডনে এক মুসল্লির ওপর হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। শুক্রবার পূর্ব লন্ডনের একটি মসজিদে জুম্মার নামাজ শেষে বাসায় ফেরার পথে এক মুসল্লির ওপর হাতুড়ি নিয়ে হামলা চালায় অজ্ঞাত তিন ব্যক্তি। খবর দ্য ইন্ডিপেন্ডেন্ট’র।
খবরে বলা হয়, হামলার সময় মসজিদে আসা মুসল্লিদের সন্ত্রাসী বলে চিৎকার করতে থাকে তারা। পরে ওই মুসল্লি গাড়িতে করে চলে যেতে থাকলে গাড়ির ওপরও হামলা চালানো হয়। তবে এখন পর্যন্ত হামলাকারীদের পরিচয় জানাতে পারেনি নিরাপত্তা বাহিনী।