ডিএমপি নিউজ: হঠাৎ করেই লবনের মূল্য বৃদ্ধির গুজবে রাজধানীর বিভিন্ন এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ(ডিএমপি) এর ভ্রাম্যমান আদালত।
আজ ১৯ নভেম্বর, ২০১৯ বিকাল ৪.০০টা থেকে রাত ৯.০০টা পর্যন্ত রাজধানীর বংশাল, যাত্রাবাড়ী, গেন্ডারিয়া ও ওয়ারী থানা এলাকায় ডিএমপি’র নির্বাহী ম্যাজিস্ট্রেট মোঃ আব্দুল্লাহ আল মামুন এর নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।
ডিএমপির এই ভ্রাম্যমান আদালত মোবাইল কোর্ট পরিচালনা করে ৮ জন দোকান মালিককে ১ লক্ষ ৬০ হাজার টাকা জরিমানা করে।
মোবাইল কোর্ট পরিচালনাকালে লবনের নির্ধারিত মূল্যের বেশি রাখায় বংশালের দোকান মালিক সোহেলকে ২০ হাজার টাকা, দোকান মালিক সাদ্দামকে ১০ হাজার টাকা, দোকান মালিক জাহিদুলকে ২০ হাজার টাকা এবং দোকান মালিক বিলাল হোসেনকে ১০ হাজার টাকা জরিমানা প্রদান করে।
একই অপরাধে যাত্রাবাড়ীর ধলপুরের মোঃ আবুল হোসেনকে ২০ হাজার, মোঃ রানা শিকদারকে ৫০ হাজার, গেন্ডারিয়ার ধুপখোলার মোঃ নোমানকে ২০ হাজার এবং ওয়ারীর ভজহরি সাহা স্ট্রীটের মোঃ নুরুন্নবীকে ১০ হাজার টাকা জরিমানা প্রদান করে।
এ সময় লবনের মূল্য বৃ্দ্ধির গুজব সম্পর্কে সবাইকে সচেতন করতে মাইকিং এবং দোকানে দোকানে লবনের নির্ধারিত মূল্যের লিফলেট ঝুলিয়ে দেয়া হয়।