ডিএমপি নিউজ: লালবাগ দোকান মালিক সমিতির উদ্যোগে রাজধানীর লালবাগে সিসি ক্যামেরা স্থাপন হয়েছে।
প্রধান অতিথি হিসেবে লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ জাফর হোসেন পুরান ঢাকার লালবাগ রোডে সিসি ক্যামেরা স্থাপন কার্যক্রমের শুভ উদ্বোধন করেছেন।
আজ মঙ্গলবার (১৪ মার্চ ২০২৩ খ্রি.) সন্ধ্যা ০৬:৩০ টায় লালবাগ থানাধীন রহমতুল্লাহ মডেল স্কুল এন্ড কলেজ (বালক শাখা) অডিটরিয়ামে লালবাগ রোড দোকান মালিক সমিতির উদ্যোগে সিসি ক্যামেরা স্থাপনের উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হয়। স্থানীয় দোকান মালিক সমিতির উদ্যোগে খান মোহাম্মদ মসজিদ চৌরাস্তা হতে লালবাগ কেল্লা নবাবী ভোজ রেস্টুরেন্ট পর্যন্ত ১৬ টি সিসিটিভি ক্যামেরা স্থাপন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে উপ-পুলিশ কমিশনার বলেন, আইন-শৃঙ্খলা রক্ষার্থে চুরি, সিধেল চুরি, দস্যুতা, মাদক সহ বিভিন্ন বিষয় তথা সার্বিক আইনশৃঙ্খলা রক্ষার্থে সিসি ক্যামেরার গুরুত্ব সীমাহীন।
সিসি ক্যামেরা উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোহাম্মদ শহিদুল ইসলাম, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (লালবাগ জোন) ও এম এম মুর্শেদ পিপিএম, অফিসার ইনচার্জ, লালবাগ থানা। সভাপতিত্ব করেন আলহাজ্ব আনোয়ার ইকবাল সান্টু, ২৫ নম্বর ওয়ার্ড কাউন্সিলর। এছাড়া, এলাকার স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।