ডিএমপি নিউজঃ রাজধানীর লালবাগ থানা এলাকার একজন অজ্ঞাত মৃত ব্যক্তির পরিচয় জানা প্রয়োজন। মৃত পুরুষ ব্যক্তির আনুমানিক বয়স ৫৫ বছর।
তিনি গত ০৯ জুন, ২০২০ বিকাল অনুমান ১৭:১৫ টায় ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ থানার পলাশী থেকে নীলক্ষেত গামী রাস্তার ব্যানবেইজ এর দক্ষিণ পাশে ইডেন মহিলা কলেজের পূর্ব পাশের দেয়াল ঘেঁষে ফুটপাতের উপর মৃতদেহটি পাওয়া যায়। এই ঘটনায় লালবাগ থানায় একটি মামলা রুজু হয়েছে। অজ্ঞাত মৃত এই পুরুষের নাম ঠিকানা বা পরিচয় এখনও জানা যায়নি।
ছবিতে প্রদর্শিত মৃত ব্যক্তির ছবি দেখে কেউ সনাক্ত করতে পারলে ডিউটি অফিসার (০১৭৬৯৬৯১৬৭৮) লালবাগ থানা অথবা অফিসার ইনচার্জ (০১৭১৩৩৭৩১৩৪) নাম্বারে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।