ডিএমপি নিউজ: ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনারের পিতা বীর মুক্তিযোদ্ধা মোঃ মজিবুর রহমান মোল্লা এর মৃত্যুতে বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের সভাপতি মোঃ মনিরুল ইসলাম বিপিএম(বার), পিপিএম(বার), অতিরিক্ত পুলিশ মহাপরিদর্শক, এসবি এবং সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান পিপিএম(বার), উপ-পুলিশ কমিশনার (ডিবি-মতিঝিল) ডিএমপি গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন।
সোমবার (১৯ জুলাই) বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের দপ্তর সম্পাদক ডিএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার তানভীর সালেহীন ইমন, পিপিএম স্বাক্ষরিত শোকবার্তায় সভাপতি বলেন, বীর মুক্তিযোদ্ধা মোঃ মজিবুর রহমান মোল্লা ১৯ জুলাই, ২০২১ (সোমবার) সকাল ১১.০০ টায় সেন্ট্রাল পুলিশ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯০ বছর।
বাংলাদেশ পুলিশ সার্ভিস এসোসিয়েশনের সভাপতি ও সাধারণ সম্পাদক মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
মৃত্যুকালে তিনি স্ত্রী, চার পুত্র, এক কন্যাসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।