ডিএমপি নিউজঃ ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) লালবাগ বিভাগের উপ-পুলিশ কমিশনার মোঃ জসীম উদ্দীন মোল্লা এর পিতা বীর মুক্তিযোদ্ধা মোঃ মজিবুর রহমান মোল্লা ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
বীর মুক্তিযোদ্ধা মোঃ মজিবুর রহমান মোল্লা আজ সোমবার (১৯ জুলাই ২০২১ খ্রি:) সকাল ১১.০০ টায় কেন্দ্রীয় পুলিশ হাসপাতালে (রাজারাবাগ) শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর।
মরহুম বীর মুক্তিযোদ্ধা মোঃ মজিবুর রহমান মোল্লা গোপালগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে তিনি অতুলনীয় অবদান রেখেছিলেন। মৃত্যুকালে তিনি চার ছেলে এক মেয়েসহ অসংখ্য আত্মীয় স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।
বীর মুক্তিযোদ্ধা হিসেবে গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় রাষ্ট্রীয় মর্যাদায় মরহুমের দাফন সম্পন্ন হবে।