শনিবার ৩-০ গোলে লেগানেসের হারাল বার্সেলোনা৷ সাত পয়েন্ট ঝুলিতে পুরে মোট ৩৪ পয়েন্ট নিয়ে এ মুহূর্তে লা-লিগার শীর্ষে ভালভার্দের ছেলেরা৷ এদিনের ম্যাচে ন্যু ক্যাম্পের হয়ে জোড়া গোল করেন লুইস সুয়ারেজ ও খেলার অন্তিম লগ্নে একটি গোল পাউলিনহোর৷
একই দিনে মাদ্রিদ ডার্বি অবশ্য মন কাড়তে পারল না৷ ৩৩ বারের লা-লিগা চ্যাম্পিয়ন রিয়াল মাদ্রিদ ও অ্যাতলেতিকো মাদ্রিদের লড়াই শেষ হল গোল শূন্য ড্র’এ৷ বার্সেলোনার থেকে ১০ পয়েন্ট কম নিয়ে তৃতীয় স্থানে জিদানের দল৷
বার্সার সঙ্গে এই মুহূর্তে রিয়ালের পয়েন্টের ফারাক দশ৷ সেবিষয়ে রোনাল্ডোদের হেডস্যার জুড়লেন, ‘দশ পয়েন্টের ফারাক অনেকটাই বেশি৷ তবে খুব তাড়াতাড়ি এই চিত্র বদলে যাবে৷ কারণ বার্সা ধারাবাহিক নয়, আমরাই দ্রুতই দৌড়ে ফিরব৷’ এদিনের ম্যাচ ড্র করে অ্যাতলেতিকো বস সিমেওনের গলাতেও শোনা গিয়েছে আক্ষেপের সুর৷