গতকাল লা লিগায় অনুষ্ঠিত ম্যাচে এলচের বিপক্ষে জয় নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠে গেছে জাভি হার্নান্দেজের বার্সেলোনা।
এলচের বিপক্ষে ৩-০ গোলের ব্যবধানে জয় পেয়েছে বার্সেলোনা। ৩৪ মিনিটে লিওয়ানদোস্কি গোলে এগিয়ে যায় বার্সেলোনা। ৪১ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন ডিপাই।
৪৮ মিনিটে নিজের দ্বিতীয় গোল করেন লিওয়ানদোস্কি। এ জয়ের ফলে ৬ ম্যাচে ১৬ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে রয়েছে বার্সেলোনা।