লা লিগায় লেগানেসকে ৫-০ গোলে উড়িয়ে দিয়ে পয়েন্ট টেবিলের দ্বিতীয় স্থানে জায়গা করে নিল রিয়াল মাদ্রিদ। দ্বিতীয় মেয়াদে জিনেদিন জিদান কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর এটাই স্প্যানিশ জায়ান্টদের সবচেয়ে বড় জয়।
এই ম্যাচে সবচেয়ে উজ্জ্বল তারকা ছিলেন করিম বেনজেমা। এই ফরাসি স্ট্রাইকারের নেতৃত্বে দারুণ কিছু আক্রমণ শানিয়েছে রিয়াল। পেনাল্টি থেকে রদ্রিগো গোল করার পর তিনি গোলের দেখা পান। এরপর টনি ক্রুস এবং সার্জিও রামোসের পেনাল্টি গোল মিলিয়ে লেগানেসকে আগেই ম্যাচ থেকে ছিটকে ফেলে জিদানের দল। এরপর ম্যাচের শেষ মুহূর্তে গোল করে দলের পঞ্চম গোল পূর্ণ করেন লুকা জোভিচ।
এই জয়ে শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে রিয়ালের পয়েন্টের পার্থক্য এখন মাত্র ১।