লা লিগায় এলচের বিপক্ষে ৩-০ গোলের সহজ জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরো মজবুত করেছে রিয়াল মাদ্রিদ।
গতরাতে অনুষ্ঠিত এই ম্যাচের ১১ মিনিটে ফেডে ভালভার্দের গোলে এগিয়ে যায় রিয়াল মাদ্রিদ। ৭৫ মিনিটে করিম বেনজেমার গোলে ব্যবধান দ্বিগুন করে রিয়াল। ৮৯ মিনিটে রিয়ালের হয়ে তিন নাম্বার গোলটি করেন মার্কো আসেনসিও।
এ জয়ের ফলে ১০ ম্যাচে ২৮ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থানে রয়েছে রিয়াল মাদ্রিদ। আর ৯ ম্যাচে ২২ পয়েন্ট নিয়ে দুইয়ে রয়েছে বার্সেলোনা।