লিগ ওয়ান ব্যতিক্রম এবার! লিগ পুরো শেষ হওয়ার আগেই পেয়ে গেছেন চ্যাম্পিয়নের তকমা। কিন্তু উদযাপন করার সুযোগটা নেই। যার ফলে হ্যাটট্রিক চ্যাম্পিয়ন হওয়ার তৃপ্তিটাও যেন আগের মতো নেইমারদের।করোনাভাইরাসের প্রকোপে ঘরোয়া ফুটবল মৌসুম পুরোপুরি বাতিলের ঘোষণা দেয় ফ্রান্স। তাই বলে লিগ ওয়ান অমীমাংসিত রাখেনি প্রফেশনাল ফুটবল লিগ (এলএফপি)। লিগের সমাপ্তি টেনে প্যারিস সেন্ত জার্মেইকে (পিএসজি) ঘোষণা করা হয়েছে লিগ ওয়ান চ্যাম্পিয়ন।
এরফলে টানা তৃতীয়বারের মতো লিগ চ্যাম্পিয়ন হয়েছে পিএসজি। এলএফপি সভাপতি নাথালি বোয়া লে তুর পিএসজিকে বিজয়ী ঘোষণা করে বলেছেন, ‘আমরা ২০১৯-২০ মৌসুমের ইতি টানছি। লিগ ওয়ান বিজয়ী হয়েছে পিএসজি, অপর দিকে লিগ-২ বিজয়ী হয়েছে লরিয়েঁ।’
বিজয়ী ঘোষণার পর পর পিএসজি এই শিরোপাকে উৎসর্গ করেছে করোনা মোকাবিলায় যেসব যোদ্ধা সম্মুখে কাজ করে যাচ্ছেন, তাদের উদ্দেশে।
লিগ স্থগিত হয়ে যায় গত ১৩ মার্চ। তখন বাকি ছিল ১০ রাউন্ডের খেলা। তার আগেই ১২ পয়েন্ট বেশি নিয়ে টেবিলের শীর্ষে ছিল পিএসজি। ২৭ ম্যাচে তাদের সংগ্রহ ছিল ৬৮ পয়েন্ট।
এলএফপি প্রতি খেলায় কত পয়েন্ট, এই হিসাবের ভিত্তিতে বিজয়ী নির্ধারণ করেছে। এরফলে লিগ ওয়ান থেকে অবনমন হচ্ছে আমিয়েঁ ও তুলুজের। আর মার্শেই ও রেনে পরের বছরের চ্যাম্পিয়নস লিগ নিশ্চিত করেছে। চতুর্থ স্থানে থাকা লিল যাবে ইউরোপা লিগে।
সবমিলিয়ে শেষ আট আসরে সাতবারই চ্যাম্পিয়ন হলো পিএসজি।