লিবিয়ার পূর্বাঞ্চলীয় নগরী দারনায় জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে সোমবার পাঁচ সেনা নিহত ও বেশ কয়েকজন আহত হয়েছে। সামরিক সূত্রে একথা বলা হয়েছে।
সোমবার ওই সূত্র বার্তা সংস্থা সিনহুয়াকে জানায়, ‘সেনারা আল-ফাতায়েহ্ এলাকার নিয়ন্ত্রণ নিয়েছে। তবে পথে পেতে রাখা মাইনের কারণে তারা ফিরে আসে।’
সূত্রটি আরো জানায়, ‘এই সংঘর্ষে কতজন জঙ্গি হতাহত হয়েছে তা জানা না গেলেও আমাদের গোলা বর্ষণে ওদের ব্যাপক ক্ষতি হয়েছে।’ এর আগে, গত রবিবার রাতে লিবিয়ার দক্ষিণাঞ্চলীয় নগরী সাবহায় নতুন করে সংঘর্ষে তিন শিশু নিহত ও পাঁচ ব্যক্তি আহত হয়।