লিবিয়ার বন্দর নগরী মিসরাতার মেয়র মোহাম্মদ এশতেওয়িকে অপহরণ করে হত্যা করেছে এক বন্দুকধারীরা। তুরস্ক সফর করে আসার কিছুক্ষণের মধ্যেই অপহৃত এশতেওয়ির মৃতদেহ রাস্তায় ফেলে রেখে যায় হত্যাকারী।
লিবিয়ার তৃতীয় বৃহত্তম শহর মিসরাতা সহিংসতাপ্রবণ দেশটিতে নিরাপদ ও স্থিতিশীল বলে গণ্য। কিন্তু চলতি বছরে মেয়রকে বেশ বিরোধিতার সম্মুখীন হতে হয়েছে। জানা গেছে, তুরস্ক থেকে ফেরার পরে বিমানবন্দর থেকে বের হওয়ার কিছুক্ষণের মধ্যেই বন্দুকধারীরা তাড়া করে তাকে অপহরণ করে।
লিবীয় কর্মকর্তা আবুবকর আলহ্রাইশ বলেন, স্বাভাবিক সময়ে যে নিরাপত্তা থাকে বিমানবন্দর থেকে নামার পরে সেটা গ্রহণ করেননি মেয়র। চারজন বন্দুকধারী মেয়র ও তার ভাইকে হামলা করে, মেয়রের ভাইয়ের পায়ে গুলি করে মেয়রকে অপহরণ করা হয়।
মেয়রের ভাই বেঁচে যান, ৩০ মিনিট পরে মিসরাতার আল সাফওয়া হাসপাতালের সামনে মেয়রের মৃতদেহ পাওয়া যায়।