লিবিয়ার পশ্চিম উপকূলের অদূর থেকে ৩৩৫ অবৈধ অভিবাসীকে উদ্ধার করা হয়েছে বলে দেশটির নৌবাহিনীর এক মুখপাত্র জানিয়েছেন। শনিবার রাতে তাদের উদ্ধার করা হয়।
এ ব্যাপারে নৌবাহিনীর মুখপাত্র আয়ুব কাসেম বলেন, লিবিয়ার রাজধানী ত্রিপলি থেকে কয়েক কিলোমিটার পশ্চিমে তিনটি উদ্ধার অভিযান চালিয়ে অন্তত সাত শিশুসহ এইসব অবৈধ অভিবাসীকে উদ্ধার করা হয়।
এদের প্রত্যেককেই চিকিৎসা সেবা দেয়া হয়েছে বলে জানান কাসেম। তবে কোন প্রাণহানির ঘটনা ঘটেছে কিনা তা জানা যায়নি।