ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব লিভারপুল মোহাম্মদ সালাহকে আরও ৫ বছরের জন্য চুক্তিবদ্ধ করেছে। প্রিমিয়ার লিগের প্রথম সারির ক্লাবটির হয়ে ২০২৩ সাল পর্যন্ত অ্যানফিল্ডে থাকবেন মিশরের এই ফরোয়ার্ড।
সোমবার ক্লাবের ওয়েবসাইটে সালাহর নতুন চুক্তির খবরটি জানানো হয়। গত বছরের জুনে ইতালিয়ান ক্লাব রোমা থেকে প্রায় চার কোটি ২০ লাখ ইউরো ট্রান্সফার ফিতে লিভারপুলে যোগ দেন ২৬ বছর বয়সী এই তারকা। ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাবটির হয়ে অভিষেক মৌসুমটা দুর্দান্ত কাটে তার; সব প্রতিযোগিতা মিলিয়ে ৫২ ম্যাচ খেলে করেন ৪৪ গোল। দলকে চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে তুলতে রাখেন বড় অবদান।
প্রিমিয়ার লিগের গত মৌসুমে ৩২ গোল করে সর্বোচ্চ গোলদাতার পুরস্কার ‘গোল্ডেন বুট’ জেতেন সালাহ। ৩৮ ম্যাচের লিগে এটি সর্বোচ্চ গোলের রেকর্ড।
২০১৭-১৮ মৌসুম জুড়ে ধারাবাহিকভাবে ভালো খেলে খেলোয়াড়দের ভোটে ইংল্যান্ডের বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জেতার পাশাপাশি ফুটবল রাইটার্স অ্যাসোসিয়েশনের ভোটেও বর্ষসেরা হন সালাহ।