আজ মঙ্গলবার বাংলাদেশ সময় রাত একটায় চ্যাম্পিয়নস লিগ দ্বিতীয় লেগে অ্যানফিল্ডে মুখোমুখি হবে বার্সা ও লিভারপুল। ইতিমধ্যে কাম্প নউয়ে প্রথম লেগে ৩-০ গোলে হেরেছে লিভারপুল। এই হাইভোল্টেজ ম্যাচে নেই মিশরীয় ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ।
গুরুত্বপূর্ণ এই ম্যাচে আক্রমণভাগের সালাহ এর সাথে রবের্তো ফিরমিনোকে পাচ্ছে না ইংলিশ দলটি।
গত শনিবার নিউক্যাসল ইউনাইটেডের বিপক্ষে লিভারপুলের ৩-২ গোলে জেতা ম্যাচের ৬৯তম মিনিটে প্রতিপক্ষের গোলরক্ষকের সঙ্গে সংঘর্ষ হয় সালাহর। মিশরের এই ফরোয়ার্ড মাটিতে শুয়ে মাথায় ব্যথা পাওয়ার ইঙ্গিত করেন। কিছুক্ষণ চিকিৎসা নেওয়ার পর স্ট্রেচারে করে মাঠ ছেড়ে যান। আর পেশির চোটের কারণে ওই ম্যাচের দলেই ছিলেন না ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ফিরমিনো।
নিউক্যাসলের বিপক্ষে অশ্রুসিক্ত চোখে মাঠ ছাড়া সালাহ এখন ভালো অনুভব করছেন বলে সোমবার সংবাদ সম্মেলনে জানান ক্লপ। তবে চিকিৎসকদের চোখে খেলার জন্য সে যথেষ্ট ফিট নয়।
তবে আগামী রোববার ইংলিশ প্রিমিয়ার লিগের শেষ রাউন্ডে উলভারহ্যাম্পটন ওয়ান্ডারার্সের বিপক্ষে সালাহকে পাওয়ার আশা করছেন কোচ।