রাজধানীর ফকিরাপুল থেকে নকল লেজার জেট প্রিন্টারের ৬৯২পিস টোনার উদ্ধার করেছে ডিএমপি’র গোয়েন্দা ও অপরাধতথ্য বিভাগ। গোয়েন্দা দক্ষিণ বিভাগের ধানমন্ডি জোনাল টিম ২৫ মে, ২০১৭ দুপুরে ফকিরাপুল এলাকায় অভিযান পরিচালনা করে এসব নকল টোনার উদ্ধার করে।
ফকিরাপুলের ১ম গলির ২০৪ নং হোল্ডিং এর ২য় তলা ও দোকান নং-৪ ও ফকিরাপুল বক্স কালভার্ট রোড এর মেসার্স সততা এন্টারপ্রাইজ এ অভিযান পরিচালনা করে উক্ত দুই স্থান হতে ৫১৮ পিস নকল hp LASERJET প্রিন্ট Cartridges, ৭০ পিস Canon প্রিন্ট Cartridges, ১০৪ পিস Samsung প্রিন্ট Cartridges, hp লোগো সম্বলিত স্টিকার প্রায় ৩৫,০০০ পিস, ৩১১৭ পিস নকল যঢ় প্লাষ্টিক বাবুলস প্যাক (babuls packs) উদ্ধার করা হয়।
উল্লেখিত ৩টি ব্যান্ডের নকল LASERJET প্রিন্টার, কালির টোনার উৎপাদন, বাজারজাত করণ ও মজুত রাখার দায়ে মেসার্স সততা এন্টারপ্রাইজের মালিক মোঃ সাইদুল ইসলাম খানকে ডিএমপির মোবাইল কোর্টের নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মশিউর রহমান দুই লক্ষ টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। উদ্ধারকৃত নকল মালামাল ধ্বংস করা হয়েছে।