বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সপ্তাহের শেষ কার্যদিবসে মোট ৩৯৭ টি কোম্পানির শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এদিন লেনদেনের শীর্ষে উঠে এসেছে লিন্ডে বাংলাদেশ লিমিটেড।
বৃহস্পতিবার লিন্ডে বাংলাদেশ লিমিটেডের ৫১ কোটি ৬৫ লাখ ৫৮ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। তাতে লেনদেনের শীর্ষে জায়গা নিয়েছে কোম্পানিটি।
লেনদেনের তালিকায় দ্বিতীয় স্থানে উঠে আসা কোম্পানি দ্য একমি ল্যাবরেটরিজ লিমিটেডের ২৪ কোটি ৪৮ লাখ ৭ হাজার টাকার শেয়ার লেনদেন হয়েছে। আর ২৩ কোটি ৭৮ লাখ ২২ হাজার টাকার শেয়ার লেনদেন করায় তালিকার তৃতীয় স্থান নিয়েছে বাংলাদেশে এনআরবি ব্যাংক লিমিটেড।
আজকে লেনদেনের শীর্ষ তালিকায় থাকা অন্যান্য কোম্পানিগুলো হলো- সোনালী আঁশ ইন্ডাস্ট্রিজ লিমিটেড, গ্রামীণফোন লিমিটেড, বাংলাদেশ সাবমেরিন ক্যাবলস পিএলসি, ব্র্যাক ব্যাংক লিমিটেড, অগ্নি সিস্টেমস লিমিটেড, ওরিয়ন ইনফিউশন লিমিটেড, ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি। তথ্যসূত্র:অর্থসূচক