মাদক পাচার মামলায় সৌদি আরবের এক রাজপুত্রকে ১০ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন লেবাননের অপরাধ আদালত। গতকাল শুক্রবার (২৯ মার্চ) আবদুল মুহসিন বিন ওয়ালিদ বিন আবদুল মুহসিন বিন আবদুল আজিজ নামের ওই রাজপুত্র ও তার সহযোগী ইয়াহিয়া সাইমি আল-সাম্মারিকে কারাদণ্ড দেওয়া হয়। পাশাপাশি তাদেরকে এক কোটি লেবানন পাউন্ডও জরিমানা করা হয়েছে।
মধ্যপ্রাচ্যভিত্তিক সংবাদমাধ্যম মিডল ইস্ট মনিটরের প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৫ সালের ২৬ অক্টোবর আবদুল মুহসিন বিন ওয়ালিদের ব্যক্তিগত বিমান থেকে দুই টন ক্যাপটাগন মাদক উদ্ধার করা হয়েছিল। দীর্ঘদিন শুনানির পর এ মামলার রায় দিয়েছেন দেশটির অপরাধ আদালত।
এ মামলায় বন্দর আল শারাওয়ি, জাইয়েদ আল হাকিম এবং মুবারক আল হার্থি নামে সৌদি আরবের অপর তিন ব্যক্তিকে এক বছর করে কারাদণ্ড দেওয়া হয়েছে। তাদের প্রত্যেককে দুই লাখ লেবানন পাউন্ড অর্থদণ্ডও দেওয়া হয়েছে।