রবার্ট লেভানদোভস্কি হ্যাটট্রিকে স্টুটগার্টকে ৪-০ গোলে বিধ্বস্ত করেছে বায়ার্ন মিউনিক। এই জয়ের পর বুন্দেসলিগায় ২৬ ম্যাচে ৬১ পয়েন্ট নিয়ে শীর্ষস্থান রয়েছে বায়ার্ন।
তবে, ম্যাচের শুরুতেই বড় আঘাত পায় বায়ার্ন। ১২ মিনিটের মাথায় ডেভিস লাল কার্ড পেয়ে মাঠ ছাড়ে। ফলে, ১০ জনের দলে পরিণত হয় তারা। এরপরই শুরু হয় লেভানদোভস্কি।
ম্যাচের ১৭ মিনিটে দলের হয়ে প্রথম গোল করেন লেভানদোভস্কি। ২২ মিনিটে ব্যবধান দ্বিগুন করেন সার্জেই ন্যাবেরে। ২৩ ও ৩৯ মিনিটে গোল করে নিজের হ্যাটট্রিকে পূর্ণ করেন লেভানদোভস্কি।