ইংলিশ প্রিমিয়ার লিগে মঙ্গলবার দিবাগত রাতে লেস্টার সিটির মুখোমুখি হয় লিভারপুল। লেস্টারের মাঠে জয় পায়নি তারা। অলরেডদের ১-০ গোলে হারিয়ে দিয়েছে লেস্টার। যা চলতি মৌসুমে লিভারপুলের দ্বিতীয় হার।
এই হারে পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা ম্যানচেস্টার সিটি থেকে বেশ খানিকটা পিছিয়ে পড়েছে জার্গেন ক্লপের শিষ্যরা। ১৯ ম্যাচ থেকে তাদের সংগ্রহ ৪১ পয়েন্ট। সমান ম্যাচ থেকে ৪৭ পয়েন্ট নিয়ে ম্যানসিটি আছে শীর্ষে। আর ১৮ ম্যাচ থেকে ২৫ পয়েন্ট নিয়ে লেস্টার সিটি আছে নবম স্থানে।
এদিন ম্যাচের ১৬ মিনিটে পেনাল্টি পায় লিভারপুল। কিন্তু মোহাম্মদ সালাহ’র নেওয়া শট রুখে দেন উজবেকিস্তানের কেসপার শ্মাইকেল। তাতে গোলশূন্যভাবে শেষ হয় প্রথমার্ধের খেলা। বিরতির পর আবারও গোলের সুযোগ পায় লিভারপুল। কিন্তু এবার ওপর দিয়ে উড়িয়ে মারেন সাদিও মানে।
ম্যাচের বয়স যখন ১ ঘণ্টা, তখন গোলের দেখা পায় লেস্টার সিটি। এ সময় আদেমোলা লোকমান গোল করে এগিয়ে নেন দলকে। বাকি সময়ে এই গোলটি আর শোধ দিতে পারেনি লিভারপুল। তাতে মৌসুমের দ্বিতীয় হারকে সঙ্গী করে মাঠে ছাড়েন সালাহ-মানেরা।