দুই ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে মাত্র ৪ রানে ভারতের বিপক্ষে হেরে গেছে আয়ারল্যান্ড।
প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ২২৫ রানের বড় সংগ্রহ পায় ভারত। ৫৫ বলে ১০৪ রানের একটি বিধ্বংসী ইনিংস খেলে দীপক হুদা।
জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকেই দারুন ক্রিকেট খেলে আয়ারল্যান্ড। তবে শেষ পর্যন্ত জয়ের দেখাটাই তারা পায়নি। ২২১ রানে থামে আয়ারল্যান্ডের ইনিংস।