
‘রাজারবাগে প্রজার পুলিশ’ গ্রন্থটি লিখেছেন বাংলাদেশ পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার জয়িতা শিল্পী। বইটি প্রকাশনায় রয়েছে জোনাকি প্রকাশনা ।
‘রাজারবাগে প্রজার পুলিশ’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে বইয়ের লেখিকা জয়িতা শিল্পী বইটির মূল প্রতিপাদ্য বিষয়ে আলোকপাত করেন। বইটিতে মূলত ৭১ সালে মহান মুক্তিযুদ্ধ ও পুলিশের ভূমিকা তুলে ধরা হয়েছে।
কমিশনার তাঁর বক্তব্যে ৭১ সালের মহান মুক্তিযুদ্ধে আত্মাত্যাগকারী পুলিশ সদস্যদের স্মরণ করে বলেন, মুক্তিযুদ্ধ ছিল মূলত একটি জনযুদ্ধ, যেখানে জনসাধারণ ও পুলিশ একসাথে যুদ্ধ করেছি। আর এই মুক্তিযুদ্ধের মাধমেই আমাদের পুলিশ বাহিনীর জন্ম হয়েছে।
সম্মানিত নাগরিক ও পুলিশের সেতুবন্ধন তৈরি হয়েছে জানিয়ে কমিশনার বলেন, আমরা নগরবাসীর ভালবাসায় তাদের জন্য কাজ করে যাচ্ছি। পুলিশ এবং নগরবাসীর মধ্যে একটি ঐক্য তৈরি হয়েছে। যার ফলে আমরা আমাদের সেবার মান বৃদ্ধি করতে পারছি।
কমিশনার বলেন, আমরা মানুষের কথা বলার চেষ্টা করি, মানুষের পাশে থাকার চেষ্টা করি। আমরা দৃঢ়ভাবে বিশ্বাস করি শক্তি প্রয়োগ নয়, ভালবাসা দিয়ে জনগণের আস্থা অর্জন করতে হবে।
অনুষ্ঠানে ডিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার (সিটি) মোঃ মনিরুল ইসলাম বিপিএম(বার), পিপিএম(বার) ও অতিরিক্ত পুলিশ কমিশনার (ডিবি) মোঃ দিদার আহম্মদ ‘রাজারবাগে প্রজার পুলিশ’ বইটির ওপর আলোকপাত করেন।
এছাড়াও ডিএমপি’র অন্যান্য উর্ধ্বতন কর্মকর্তাগণ ‘রাজারবাগে প্রজার পুলিশ’ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।