ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বেগম রোকেয়া হলের ছাত্রীদের জন্য নবনির্মিত ‘৭ মার্চ ভবন’ আগামীকাল শনিবার উদ্বোধন করবেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
ওইদিন সকাল সাড়ে ১০টায় উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এ ভবন উদোধন করবেন তিনি।
ভবন উদ্বোধন অনুষ্ঠান উপলক্ষে ঢাবি সম্মিলিত শিক্ষার্থী সংসদ সচিবালয় থেকে রোকেয়া হল পর্যন্ত সড়কে ১৯৭১ ফুট আলপনা অঙ্কন করবে। এতে ঢাবির ২০টি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং ছাত্রলীগের সমন্বয়ে বুধবার সম্মিলিত শিক্ষার্থী সংসদ গঠন করা হয়।