বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির কার্যনির্বাহী সদস্য হিসেবে শপথ নিলেন চিত্রনায়ক নিরব হোসাইন। রবিবার (২১ জানুয়ারি) বিকালে বিএফডিসিতে সমিতির কার্যালয়ে তিনি এই আনুষ্ঠানিকতা সারেন। এসময় তাকে শপথ বাক্য পাঠ করান সমিতির সভাপতি মিশা সওদাগর।
গত বছর মে মাসে নির্বাচনের পর শপথ না নিয়েই একই পদ থেকে অব্যাহতি নেন চিত্রনায়িকা মৌসুমী ও অভিনেতা নানা শাহ। এরপর গেল বছর অক্টোবরে মৌসুমীর আসনে শপথ নেন অভিনেত্রী নিপুণ। তারও দীর্ঘদিন পর গতকাল (২১ জানুয়ারি) নানা শাহের বদলে যুক্ত হলেন নিরব।
তিনি বলেন, ‘কার্যনির্বাহী সদস্য হিসেবে শপথ নিলাম। এসব বিষয়ে আমার অভিজ্ঞতা কম। শিল্পীদের পাশে বরাবরই ছিলাম, থাকবো।’
প্রসঙ্গত, গত বছরের ৫ মে শিল্পী সমিতির নির্বাচন (২০১৭-১৯) হয়। এতে সভাপতি পদে মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক পদে জায়েদ খান জয়লাভ করেন। অন্যদিকে ওমর সানী-অমিত হাসানের প্যানেল থেকে মৌসুমী ও নানা শাহ ছাড়া বাকি সবাই পরাজয়ের স্বাদ গ্রহণ করেন।