যথাযথ ধর্মীয় মর্যাদা ও ভাবগাম্ভীর্য পরিবেশে ২২ মার্চ দিবাগত রাতে সারা দেশে শবে মিরাজ উদযাপিত হবে।
সোমবার ইসলামিক ফাউন্ডেশনের জাতীয় চাঁদ দেখা কমিটি এক এ তথ্য জানিয়েছে।
জাতীয় চাঁদ দেখা কমিটির সভাপতি ও ধর্ম মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ বলেন, সোমবার বাংলাদেশের আকাশে রজব মাসের চাঁদ দেখা যায়নি।
ফলে বুধবার থেকে রজব মাস গণনা শুরু হবে।
তাই ২৬ রজব বা ২২ মার্চ দিবাগত রাতে সারা দেশে সরে মিরাজ পালিত হবে।
ইসলামের ইতিহাসে এ রাতটি বিশ্বের অন্যান্য মুসলিম দেশের মতো বাংলাদেশেও যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালিত হয়৷
শবে মিরাজের এই মহিমান্বিত রাতে কোরআন তেলাওয়াত, নফল নামাজ, জিকির-আজকার, দোয়া-দরুদ, মিলাদ মাহফিলসহ ইবাদত-বন্দেগির মাধ্যমে আল্লাহ্ তাআলার অশেষ মেহেরবানি কামনা করা হয়ে থাকে৷
এ উপলক্ষে ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ‘লাইলাতুল মিরাজের গুরুত্ব ও তাৎপর্য’ শীর্ষক এক ওয়াজ ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়ে থাকে।