শরীয়তপুরের মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষায় পাসের হার ৯৬ ভাগ। জিপিএ ৫ পেয়েছে ৭ জন। স্কুলটির সব বিভাগের মোট পরীক্ষার্থী ছিল ৭৫ জন। পরীক্ষায় পাশ করেছে ৭২ জন।
মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজের প্রতিষ্ঠাতা বাংলাদেশ পুলিশের ইন্সপেক্টর জেনারেল এ কে এম শহীদুল হক বিপিএম, পিপিএম সার্বিক ফলাফলে সন্তোষ প্রকাশ করেছেন। তিনি বলেন, প্রথমবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়ে প্রতিষ্ঠানটি কৃতিত্বপূর্ণ সাফল্য অর্জন করতে সক্ষম হয়েছে। তিনি শিক্ষকমন্ডলী, অভিভাবক এবং শিক্ষার্থীদের ধন্যবাদ জানিয়ে বলেন, সকলের সম্মিলিত প্রচেষ্টায় ফলাফল ভালো হয়েছে। ভবিষ্যতে ফলাফল আরও ভাল হবে বলে তিনি আশা প্রকাশ করেন।
উল্লেখ্য, শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার নরকলিকাতা গ্রামে অবস্থিত মজিদ জরিনা ফাউন্ডেশন স্কুল এন্ড কলেজ মজিদ জরিনা ফাউন্ডেশনের একটি প্রতিষ্ঠান। ২০১০ সালে প্রতিষ্ঠিত এ ফাউন্ডেশনটি সমাজের আর্থ-সামাজিক উন্নয়ন এবং শিক্ষা বিস্তারে কাজ করে আসছে।