ডিএমপি নিউজঃ বাংলাদেশসহ ২৫ দেশের নাগরিকদের সৌদি আরবে প্রবেশে অনুমতি দিয়েছে দেশটি। তবে সৌদি যাওয়া বাংলাদেশি নাগরিকদের শর্ত পূরণ করতে হবে। দেশটির বেসামরিক বিমান কর্তৃপক্ষ এই সিদ্ধান্ত নিয়েছে। তবে কবে থেকে প্রবেশ করতে পারবে তা নির্দিষ্ট করে বলা হয়নি।
শর্ত গুলো হলো-
১. সৌদিতে ভ্রমণ করতে হলে দেশের স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে ফরম সংগ্রহ করে তার মধ্যে বিস্তারিত তথ্য লিখে নিচে স্বাক্ষর করতে হবে এবং ফেরার সময় এটি এয়ারপোর্টে স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্ধারিত ডেস্কে জমা দিতে হবে।
২. ভ্রমণের সাত দিন আগে থেকে কোয়ারেন্টিনে থাকতে হবে। মূলত পিসিআর দেয়ার চার দিন আগে থেকে এবং পিসিআর রিপোর্ট পাওয়ার তিন দিন পর পর্যন্ত।
৩. সৌদি আরবের Tatman ও Tawakkalna অ্যাপস মোবাইলে ডাউনলোড করে তাতে নিবন্ধন করতে হবে।
৪. অবশ্যই সৌদিতে প্রবেশের ৮ ঘণ্টার মধ্যে Tatman অ্যাপের মাধ্যমে বাসার অবস্থান যোগ করতে হবে।
৫. কোভিড-১৯ এর লক্ষণ সম্পর্কে অবগত থাকতে হবে। যদি কোনো লক্ষণ দেখা দেয় তাহলে সরাসরি ৯৩৭ নম্বরে ফোন করতে হবে অথবা সাধারণ স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে চিকিৎসা নিতে হবে।
৬. Tatman অ্যাপসের মাধ্যমে প্রতিদিনের স্বাস্থ্য পরিস্থিতি জানাতে হবে।
৭. কোয়ারেন্টিন থাকাকালীন সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয়ের নির্দেশিত ফরম অনুযায়ী পদক্ষেপ গ্রহণ করতে হবে।
করোনাভাইরাস প্রাদুর্ভাব শুরু হওয়ার পর মার্চ মাসে সব ধরণের আন্তর্জাতিক ফ্লাইট নিষিদ্ধ করে সৌদি আরব। সূত্রঃবিবিসি