ডিএমপি নিউজঃ শহিদুর (০৫) নামের এক শিশুর অভিভাবককে খুঁজছে পুলিশ। সে বর্তমানে তেজগাঁও ভিকটিম সাপোর্ট সেন্টারে নিরাপদ হেফাজতে রয়েছে।
উইমেন সাপোর্ট এন্ড ইনভেস্টিগেশন ডিভিশন সূত্রে জানা যায়, ০১ সেপ্টেম্বর ২০২০ রাত অনুমান ২২.০০ টায়, মতিঝিল আইডিয়াল স্কুল এন্ড কলেজ এর নাইট গার্ড মোঃ আব্দুস সাত্তার মুগদা বিশ্বরোডের সামনে শহিদুরকে দেখতে পেয়ে থানায় নিয়ে আসে। থানা পুলিশ ভিকটিমের নাম-ঠিকানা জিজ্ঞাসা করলে শুধু তার নাম ছাড়া আর কিছু বলতে পারে না।
থানার টহল ডিউটি টিম ভিকটিমকে নিয়ে আশে-পাশে খোঁজা-খুজি করে কোন আত্নীয়-স্বজনের সন্ধান না পেয়ে নিরাপদ হেফাজতের জন্য ভিকটিম সাপোর্ট সেন্টারে রেখে যায়।
তার গায়ের রং- শ্যামা, উচ্চতা-৩ ফিট ৮ ইঞ্চি। তাকে উদ্ধার করার সময় তার পরনে ছিল হলুদ টি শার্ট এবং এ্যাস কালার থ্রি কোয়াটার পেন্ট। এ সংক্রান্তে মুগদা থানায় একটি সাধারণ ডায়েরী হয়েছে। জিডি নং-৮৬ তারিখ- ০১/০৯/২০২০।
শহিদুরের পিতা-মাতা বা অন্যকোন অভিভাবকের যদি সন্ধান পাওয়া যায় তাহলে তেজগাঁও ভিকটিম সাপোর্ট সেন্টারে (ডিউটি অফিসার- মোবাইল ফোন নাম্বার- ০১৭৪৫-৭৭৪৪৮৭, টিএনটি নাম্বার- ০২৯১১০৮৫) যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো।