ডিএমপি নিউজঃ শহীদ আব্দুল ফাত্তাহ্, তিনি ১ অক্টোবর ১৯৩২ সালে ভারতের পশ্চিমবঙ্গে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মরহুম এলাহী বক্স খান ও মাতার নাম মরহুম ফাতিমা খানম। ৫ ভাইয়ের মধ্যে তিনি ছিলেন পিতা-মাতার ১ম সন্তান।
তিনি আমির নারায়ণপুর প্রাথমিক বিদ্যালয় ও কুষ্টিয়া জেলার কান মথুরাপুর হাইস্কুলে শিক্ষাগ্রহণ করেন।
২৪ এপ্রিল ১৯৭১ তিনি যশোর সেনানিবাসে বন্দি অবস্থায় পাকবাহিনীর গুলিতে শাহাদতবরণ করেন। তার মৃতদেহ যশোর সেনানিবাসে সমাহিত করা হয়। তিনি স্ত্রী মোছাঃ নজমুন নেছাকে বিয়ে করেন। তিনি ৪ পুত্রসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
১৯৫১ সালে কুষ্টিয়া পুলিশ লাইনে রিজার্ভ পুলিশে যোগদান করেন। মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি এসআই পদে যশোর জেলার বাঘারপাড়া থানায় কর্মরত ছিলেন।