ডিএমপি নিউজঃ শহীদ আব্দুল মজিদ ফরিদপুর জেলার কালকিনি উত্তর ছয়গাও এলাকায় জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মৃত সফিউদ্দিন আহাম্মেদ ও মাতার হাকিমুন নেছা। ৮ ভাই ও ২ বোনের মধ্যে তিনি ছিলেন পিতা-মাতার ৫ম সন্তান।
তিনি খাসেরহাট প্রাথমিক বিদ্যালয়, কালকিনি পাইলট উচ্চ বিদ্যালয় ও মাদারীপুর সরকারি নাজিম উদ্দিন ও মাদারীপুর সরকারি নাজিমউদ্দিন মহাবিদ্যালয়ে শিক্ষাগ্রহণ করেন।
১৯৬৫ সালে তিনি স্ত্রী বেগম কাঞ্চন নাহারকে বিয়ে করেন। তিনি তিন পুত্র ও এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
১৯৬১ সালে পুলিশে কনস্টেবল হিসেবে বরিশাল জেলায় যোগদান করেন। মৃত্যুর পূর্বে ও.এ.এস.আই পদে পটুয়াখালী জেলার পাথরঘাটা থানায় কর্মরত ছিলেন।
১০ মে কর্মস্থলে অবস্থান করাকালে পাকবাহিনীর হাতে তিনি গ্রেফতার হন। গ্রেফতারের পর পটুয়াখালী কেন্দ্রীয় কারাগারে তাকে প্রেরণ করা হয়। ১৮ মে বিদ্রোহের অপরাধে তাকে সংক্ষিপ্ত বিচারে মৃত্যুদন্ড দেয়া হয়। জেলের অভ্যন্তরে গুলি করে তাকে হত্যা করা হয়। জেলখানার ভিতরে গর্ত করে তার লাশ সমাহিত করা হয়।