ডিএমপি নিউজঃ শহীদ আলিমুজ্জামান তিনি ৭ মার্চ ১৯৩০ সালে মুর্শিদাবাদ, ভারতে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মরহুম মনিরুজ্জামান ও মাতার নাম মরহুম আলেয়া জামান। ৪ ভাই ১ বোনের মধ্যে তিনি ছিলেন পিতা-মাতার ২য় সন্তান।
তিনি শেখরপাড়া প্রাথমিক বিদ্যালয়, মুর্শিদাবাদ পশ্চিমবঙ্গ, ভারত ও মোর্চে মাধ্যমিক বিদ্যালয়, মুর্শিবাদ পশ্চিমবঙ্গ ভারতে শিক্ষাগ্রহণ করেন। তিনি ১৯৫২ সালে স্ত্রী মেরিনা জামানকে বিয়ে করেন। তিনি ২ পুত্রসহ ও ৪ কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
১৯৪৫ সালে অবিভক্ত ভারতের পশ্চিমবঙ্গের বল্লরামপুরে চাকরিতে যোগদান করেন। দেশ বিভাগের পর যশোর পুলিশ লাইনে যোগদান করেন। পরবর্তীতে তার আর্মড এসআই পদে পদোন্নিতি হয়। মৃত্যুর পূর্ব পর্যন্ত এসআই পদে যশোর পুলিশ লাইনে তিনি কর্মরত ছিলেন।
২১ এপ্রিল যশোরে চাঁচড়া মোড় যদ্ধে তিনি বন্দি হন। যশোর সেনানিবাসে বন্দি অবস্থায় তিনি শাহাদতবরণ করেন। যশোর সেনানিবাসে গণকবরে তাকে সমাহিত করা হয়।