ডিএমপি নিউজঃ শহীদ কনস্টেবল আজিজুর রহমান ১৯৪৪ সালের ২০ মে দিনাজপুর জেলা চিচির বন্দর থানার জোত সাতনালা গ্রামে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মরহুম ভীমির উদ্দিন মুন্সি এবং মাতার নাম মরহুম আজিরন বেগম। দুই ভাইয়ের মধ্যে তিনি ছিলেন পিতা-মাতার প্রথম সন্তান।
তিনি খোচনা প্রাথমিক বিদ্যালয় ও খোচনা তপশীলি দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ে শিক্ষাগ্রহণ করেন।
তিনি ১৯৬৬ সালে স্ত্রী মোছা: সামছুন নাহারকে বিয়ে করেন। তিনি দুই পুত্র ও এক কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তিনি দিনাজপুর পুলিশ লাইনে কনস্টেবল পদে যোগদান করেন। সারদা পুলিশ একাডেমি থেকে প্রশিক্ষণ শেষে তিনি রংপুর জেলা পুলিশ লাইনে যোগদান করেন। যোগদানের কিছুদিন পর রেলওয়ে পুলিশে যোগদান করেন। মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি সৈয়দপুর রেলওয়ে পুলিশ থানায় কনস্টেবল পদে কর্মরত ছিলেন। ৫ এপ্রিল পাকবহিনী সৈয়দপুর পুলিশ লাইন থেকে তাকে বন্দি করেন। পরবর্তী সময়ে পাক বাহিনী তাকে গুলি করে হত্যা করে। অদ্যবদি তার মৃহদেহের সন্ধান পাওয়া যায় নাই।