ডিএমপি নিউজঃ শহীদ মুক্তিযোদ্ধা আবু মোঃ সাইদুজ্জামন ১০ জুলাই ১৯২২ সালে বগুড়া জেলা সোনাতলা থানার হলিদাবগা গ্রামে জন্মগ্রহন করেন। তার পিতার নাম মৃতঃ আছালত জামান এবং মাতার নাম ছালমা বেগম। এক ভাই ও চার বোনের মধ্যে তিনি ছিলেন পিতা-মাতার দ্বিতীয় সন্তান।
তিনি হুয়াকুয়া প্রাথমিক বিদ্যালয় ও সোনাতলা আদর্শ উচ্চ বিদ্যালয়ে শিক্ষাগ্রহণ করেন।
তিনি ১০ আগস্ট ১৯৪৬ সালে স্ত্রী মোছাম্মৎ খাদিজা বেগমকে বিয়ে করেন। তিনি তিন পুত্র ও তিন কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তিনি ১৯৪৯ সালে সৈয়দপুর জেলায় কনস্টেবল পদে যোগদান করেন। পরবর্তীতে সহকারী সাব ইন্সপেক্টর হিসেবে পদোন্নতি প্রাপ্ত হন। সহকারী সাব ইন্সপেক্টর পদে ৮ বছর চাকুরির পর তিনি সাব ইন্সপেক্টর পদে পদোন্নতি লাভ করেন। মৃত্যুর পূ্র্ব পর্যন্ত তিনি বৃহত্তর রংপুর জেলার (বর্তমানে গাইবান্ধা) সাদুল্লাপুর থানায় সাব ইন্সপেক্টর পদে কর্মরত ছিলেন।
মুক্তিযুদ্ধের সময় কর্মরত থাকাকালীন তিনি পাকসেনাদের বিভিন্ন তথ্য মুক্তিযোদ্ধাদের নিকট প্রদান ও বিভিন্নভাবে মুক্তিযুদ্ধে সহায়তা করার কারণে ৮ ডিসেম্বর পাকসেনারা তাকে অপহরণ করে। প্রত্যক্ষদর্শীর মতে, ১০ ডিসেম্বর সাদুল্লাপুর চত্বরে পাকসেনারা তাকে গুলি করে হত্যা করেন। হত্যার পর তার মৃতদেহ ২ সহযোগীসহ একই গর্তে সমাহিত করে। স্বধীনতার পর শহীদের পরিবারকে ১৯৭৬ সাল পর্যন্ত পেনশন প্রদান করা হয়।
মুক্তিযুদ্ধের সময় শহীদের পরিবারের সবাই নিজ বাড়ি ছেড়ে অন্যত্র অবস্থান গ্রহণ করে।