ডিএমপি নিউজঃ শহীদ মুক্তিযোদ্ধা ইউসুফ আলী শিকদার ১২ মে ১৯৪৮ সালে গোপালগঞ্জ জেলার সদর থানার পাইককান্দিতে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম মৃতঃ মোশারফ হোসেন শিকদার এবং মাতার নাম সালেহা বেগম। সাত ভাই ও তিন বোনের মধ্যে তিনি ছিলেন পিতা-মাতার প্রথম সন্তান।
তিনি উরফি প্রাথমিক বিদ্যালয় ও পাইককান্দি উচ্চ বিদ্যালয়ে শিক্ষাগ্রহণ করেন।
১৫ ডিসেম্বর ১৯৬৯ সালে তিনি কুষ্টিয়া পুলিশ লাইনে (এস এ.এফ) কনস্টবল পদে যোগদান করেন। মৃত্যুর পূর্ব পর্যন্ত তিনি কনস্টবল পদে উক্ত পুলিশ লাইনে কর্মরত ছিলেন। তার কনস্টবল নং-৮৮০।
১২ মে ১৯৭১ সালে পাইককান্দি পাকবাহিনীর বিরুদ্ধে সম্মুখ যুদ্ধে মৃত্যুবরণ করেন। তার লাশের সন্ধান পাওয়া যায় নাই। মুক্তিযুদ্ধের সময় শহীদের পরিবারের লোকজন বিভিন্ন স্থানে অবস্থান গ্রহণ করেন।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক শহীদের পরিবারকে সম্মাননা ভাতা প্রদান করা হচ্ছে।