দেশের বাজারে শাওমি নিয়ে এলো নতুন স্মার্টফোন শাওমি রেডমি এটু প্লাস। রেডমি এটু প্লাস ফোনটিতে রয়েছে শক্তিশালী প্রসেসর মিডিয়াটেক হেলিও জিথ্রিসিক্স। এতে আরো রয়েছে ৮ মেগাপিক্সেলের এআই ডুয়াল ক্যামেরা সিস্টেম।
‘ভরসার রেডমি, সবার জন্য’ এ ক্যাম্পেইনের আওতায় শাওমি নতুন স্মার্টফোনটি দেশের বাজারে এনেছে। কালো, হালকা সবুজ ও হালকা নীল তিনটি রঙে স্মার্টফোনটি পাওয়া যাবে। স্মার্টফোনটির ৩ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজ মডেলের দাম ৯ হাজার ৯৯৯ টাকা এবং ৪ জিবি র্যাম ও ৬৪ জিবি স্টোরেজ মডেলের দাম ১০ হাজার ৯৯৯ টাকা রাখা হয়েছে। রেডমি এটু প্লাস স্মার্টফোনটি দেশের অনুমোদিত শাওমি স্টোর, পার্টনার স্টোরসহ বিভিন্ন রিটেইল স্টোরে পাওয়া যাবে।
রেডমি এটু প্লাস ফোনে মিডিয়াটেক হেলিও জিথ্রিসিক্স চিপসেট ব্যবহার করা হয়েছে। যেখানে রয়েছে ২ পয়েন্ট ২ গিগাহার্টজের অক্টা-কোর প্রসেসর। স্মার্টফোনটির র্যাম রয়েছে এলডিডিআর৪এক্স+ আর ইএমএমসি ৫ পয়েন্ট ১ মেমোরির সুবিধা। এছাড়া এতে সর্বোচ্চ ১ টেরাবাইট পর্যন্ত স্টোরেজ বাড়ানো যাবে। ফোনটিতে রয়েছে ৬ দশমিক ৫২ ইঞ্চির এইচডিপ্লাস ডিসপ্লে। ব্যবহারকারীরা এতে গেম খেলার পাশাপাশি মুভি দেখতেও স্বাচ্ছন্দ্য পাবেন। রেডমি এটু প্লাসে আছে ডুয়াল ক্যামেরার সুবিধা। যার মধ্যে পেছনে ৮ মেগাপিক্সেলের প্রাইমারি ক্যামেরা এবং ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট-ফেসিং ক্যামেরা। রেডমি এটু প্লাসে রয়েছে ৫০০০ মেগাহার্টজের ব্যাটারি, যা ১০ ওয়াটে দ্রুত চার্জিং ক্ষমতাসম্পন্ন। তথ্যসূত্র:বনিকবার্তা