শাকিব ভক্তদের জন্য সুখবর। আবারো আসছে তার সিনেমা। গতকাল সোমবার প্রকাশিত হয়েছে বুলবুল বিশ্বাস পরিচালিত ‘রাজনীতি’ ছবির প্রথম পোস্টার।
‘জাতীয় চলচ্চিত্র দিবস’ উপলক্ষে উন্মোচিত হয় পোস্টার। নির্মাতা জানিয়েছেন, পোস্টারটি উন্মোচন করেন তথ্য মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি এ কে এম রহমত উল্লাহ এমপি। আরও উপস্থিত ছিলেন চিত্রনায়ক রাজ রাজ্জাক, জাভেদ ও অমিত হাসান।
তবে শুধু এখানে না। অভিনেতা শাকিব খানের টুইটার আইডি থেকেও খবরটি ভক্তদের উদ্দেশ্যে জানানো হয়। শেয়ার করা হয় পোস্টারটিও।
ছবিতে শাকিব খানকে পুরাণ ঢাকার ঐতিহ্যবাহী পোশাকে পাক্কা রাজনীতিবিদ বেশে হাত নেড়ে জনগণকে শুভেচ্ছা জানাতে দেখা যাচ্ছে। ‘রাজনীতি’ সিনেমা দিয়ে দীর্ঘদিন পর আবারো একসঙ্গে দেখা যাবে জনপ্রিয় জুটি শাকিব-অপুকে।
ছবিটিতে আরো অভিনয় করেছেন আনিসুর রহমান মিলন, শহীদুল আলম সাচ্চু, সাদেক বাচ্চু, আলীরাজ।