চলছে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ। সারাদেশের মত ঢাকা মহানগরেও শান্তিপূর্ণভাবে ভোটাধিকার প্রয়োগ করছেন নগরবাসী। ভোট কেন্দ্রে আসছেন ভোটার, ভোট দিচ্ছেন সুশৃংখলভাবে উৎসবমূখর পরিবেশে।
ভোটের আমেজে রাজধানীর বিভিন্ন ভোট কেন্দ্র পরিনত হয়েছে মিলন মেলায়। আনন্দ, উৎসাহ ও উদ্দীপনার মধ্য দিয়ে স্বতঃস্ফুর্তভাবে নবীন-প্রবীন ভোটাররা আসছেন ভোট কেন্দ্রে। ভোট দিচ্ছেন পছন্দের প্রার্থীকে। রাজধানীর বিভিন্ন ভোট কেন্দ্রের পরিবেশটি এমন রয়েছে।
একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোট গ্রহণ দীর্ঘ সময় অতিক্রম হলেও রাজধানীতে এখন পর্যন্ত কোন অপ্রীতিকর ঘটনার খবর আসেনি।
নির্বাচনী পরিবেশ সম্পর্কে ভোটারদের অভিমত জানতে চাইলে তারা জানান- অত্যন্ত সুশংখল ও নিরাপদ পরিবেশে তারা ভোট দিচ্ছে। ভোট কেন্দ্রে আসতে ও ভোটাধিকার প্রয়োগে কোন প্রকার বাধার সম্মুখিন হননি ভোটাররা। পুলিশের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে তারা সন্তুষ্ট। ভবিষ্যৎ নির্বাচনগুলোতে এমন শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার আহবান জানান ভোটাররা।