শান্তি ও সম্প্রীতির বার্তা নিয়ে উদযাপিত হলো শ্রীশ্রী জগন্নাথ দেবের বর্ণাঢ্য রথযাত্রা। আজ শনিবার দুপুরে রাজধানীর স্বামীবাগ আশ্রম থেকে শুরু হয়ে রথযাত্রার শোভাযাত্রা। শেষ হয় ঢাকেশ্বরী মন্দিরে গিয়ে।
রথযাত্রা উপলক্ষে আন্তর্জাতিক কৃষ্ণভাবনামৃত সংঘ ইসকন আয়োজন করেছে নয় দিনের অনুষ্ঠানমালা। আয়োজনের প্রথম দিনে রথযাত্রায় অংশ নেন পুণ্যার্থীরা।
ইসকন মায়াপুর ইনস্টিটিউটের পরিচালক শুভ নিতাই গৌর দাস বলেন, ‘যে সব ব্যক্তিরা মন্দিরে নিয়মিত যান না, তাঁরা যেন জগন্নাথকে দর্শন করতে পারেন। জগন্নাথ দর্শনের মাধ্যমে তাঁদের পবিত্র করে তাঁর কাছে ফিরিয়ে নিতে চান। তো এই জন্য সমস্ত ভক্তরা কী করেন, এই রথযাত্রা মহোৎসবে জগন্নাথকে বাইরে নিয়ে এসে সাধারণ মানুষকে দেখার সুযোগ করে দেন। যেন তাঁরা জগন্নাথকে দর্শন করে পাপমুক্ত হয়। জগতে শান্তি কল্যাণ বর্ষিত হয় এই লক্ষ্যে।’
পদ্মপুরাণে বলা হয়েছে, আষাঢ় মাসের শুক্লা দ্বিতীয়া তিথিতে রথযাত্রা অনুষ্ঠিত হয়।
সনাতন ধর্মাবলম্বীরা বিশ্বাস করেন, এদিন বড় ভাই বলরাম ও বোন সুভদ্রাকে নিয়ে শ্রীকৃষ্ণ তিনটি রথে চড়ে তাদের মাসির বাড়ি বৃন্দাবন গিয়েছিলেন। সেই দিনটিকে স্মরণ করেই পুণ্যার্থীরা প্রতি বছর রথযাত্রার আয়োজন করে থাকে।