ডিএমপি নিউজঃ রাজধানীর শাহআলী থানা এলাকা হতে ইয়াবা, গাঁজা ও হেরোইনসহ চারজন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর শাহআলী থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো– মতিউল ইসলাম ওরফে ডালিম, প্রহল্লাদ চন্দ্র দে, মোঃ বাবুল হোসেন ও শ্রী তাপস সরকার।
শাহআলী থানার অফিসার ইনচার্জ আবুল বাসার মুহাম্মদ আসাদুজ্জামান ডিএমপি নিউজকে জানান, বৃহস্পতিবার (২ ডিসেম্বর ২০২১) রাত ১০:০৫টায় শাহআলী থানার এ ব্লক থেকে ২০৫ পিস ইয়াবাসহ ডালিম ও প্রহল্লাদকে গ্রেফতার করা হয়।
অপর এক অভিযানে একই দিন রাত ১১:১৫টায় শাহআলী থানার হযরত শাহআলী (রহঃ) মাজারের ১নং গেইট এর সামনে থেকে বাবুল ও তাপসকে গ্রেফতার করা হয়। এসময় তাদের হেফাজত হতে ১০০ গ্রাম হেরোইন ও ৬০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে শাহআলী থানায় পৃথক মামলা রুজু হয়েছে বলে পুলিশের এ কর্মকর্তা জানান।