ডিএমপি নিউজঃ রাজধানীর শাহআলী থানা এলাকা হতে ফেন্সিডিল ও ইয়াবাসহ দুইজনকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি) এর শাহআলী থানা পুলিশ। গ্রেফতারকৃতরা হলো- জসিম উদ্দিন ও জুয়েল আহম্মেদ।
শাহআলী থানার অফিসার ইনচার্জ মোঃ আমিনুল ইসলাম, পিপিএম ডিএমপি নিউজকে জানান, একজন মাদক কারবারি মাদক বিক্রয়ের জন্য শাহআলী থানার মিরপুর-১, ব্লক-সি এলাকায় অবস্থান করছে মর্মে তথ্য পাওয়া যায়। এমন তথ্যের ভিত্তিতে শনিবার (৩০ জুলাই ২০২২) রাত ৮:৪০ টায় উক্ত স্থানে অভিযান চালায় এসআই মোঃ রইজ উদ্দিনের নেতৃত্বে থানার একটি টিম। পুলিশের উপস্থিতি টের পেয়ে পালানোর সময় জসিমকে গ্রেফতার করা হয়। এসময় তার হেফাজত হতে ৩ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।
তিনি বলেন, গ্রেফতারকৃত জসিমের দেয়া তথ্যমতে রাত ৯:৫৫ টায় শাহআলী থানার দিয়াবাড়ী মোড় বিআইডাব্লিউটিসি ল্যান্ডিং স্টেশনের সামনে হতে জুয়েল নামের আর একজনকে গ্রেফতার করা হয়। আর তার হেফাজত হতে ৪০ বোতল ফেন্সিডিল ও ৫৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃতদের বিরুদ্ধে শাহআলী থানায় মামলা রুজু হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।